শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দিতে ৬৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থাণীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ ল্যাপটপ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু,ওসি খলিলুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
Leave a Reply