সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান মোল্লা,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,সদস্য ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আ.সালাম সরদার,সদস্য নাজনিন হক মিনু,শাকিল আহম্মেদ,নাঈম মোল্লা ও বাইশারী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. শিপনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply