শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি গ্রামের বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
১৪ ডিসেম্বর সকাল ৯টায় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেণ।
পরে বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনুলাল দাস গুপ্ত বেনু দা’র নেতৃত্বে, উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে ইউএনও রিপন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিনের নেতৃত্বে, পৌরসভার পক্ষে মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের নেতৃত্বে , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর নেতৃত্বে ভ্রাতিপ্রতীম এবং সহযোগী সংগঠনের পক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্মতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply