সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় আলতা ফায়জুল হক ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত এক বছর পূর্বে ব্রিজের মাঝের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া বালুর বলগেটের ধাক্কায় ব্রিজের নিচের লোহার বিম ও এঙ্গেল ভেঙে ব্রিজ দেবে ও কিছুটা হেলে পড়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
বরিশালের বানারীপাড়া উপজেলার রায়েরহাট ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা সড়কের আলতা গ্রামে ফায়জুল হক ব্রিজটি ১৯৯৮-৯৯ অর্থ বছরে নির্মাণ করা হয়। শের-ই বাংলার একমাত্র তনয় তৎকালীণ আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং বানারীপাড়া-স্বরূপকাঠি আসনের সংসদ সদস্য এ কে ফায়জুল হক দুই উপজেলার মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য ব্রিজটি নির্মাণ করেন। স্থানীয়রা তার নামে এর নামকরণ করেন।
এদিকে গত এক বছর পূর্ব থেকে ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। স্থানীয়রা ব্রিজের ভাঙা অংশে স্টিলের পাত দিয়ে জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছেন। সাম্প্রতিক সময়ে ব্রিজের মাঝে আরো একাধিক গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি রেলিং খসে খসে পড়ছে। দিন-রাত ক্ষতিগ্রস্ত ব্রিজের ওপর দিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন ও মানুষ চলাচল করছে। যেকোনো সময় মর্মান্তিক ট্র্যাজেডি ঘটতে পারে। বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন, ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি ভেঙে সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে এলজিইডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
Leave a Reply