বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে॥ কেউ’ই কথা রাখেননি। ভাঙ্গা অবস্থায় পড়ে আছে প্রায় ২০ বছর পর্যন্ত। কথা দিয়েছেন অনেকেই তবে মনে রাখেননি। আর তাদের মনে আছে কিনা তাও জানেন’না স্থানীয় অসহায় মানুষ গুলো। ফলে বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে কয়েকটি গ্রামের মানুষের আতঙ্কে পরিণত হয়েছে একটি কাঠের পুল।
এমনটাই বলেছেন বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলতা গ্রামসহ তার পাশ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা। তারা জানান,এই কাঠের পুলটি দিয়ে পারাপার হয় প্রায় শতাধিক কোমলমতি শিশূ শিক্ষার্থীরাও।
পার হন বয়স্ক মানুষ এবং প্রসূতি রোগীরা। অনেক বার নাকি স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেক সমাজ সেবকদের কাছে কাঠের পুলটির দৈন্য দশার কথা মৌখিক এমনকি লিখিত ভাবেও জানিয়েছেন তারা। তবে কাজের কাজ হয়েছে পুলটি যে রকম ছিলো তেমনটিই রয়েগেছে। নাম প্রকাশ না করার শর্তে অনেক বয়স্কজন’রা জানান, অনেকই কাঠের পুলটি সংস্কার বা নতুন করে নির্মাণ করে দেয়ার কথা বলেছিলেন।
প্রায় ২০ বছর পর্যন্ত কথা দেয়ার ব্যক্তিরা কেউ’ই তাদের সেই কথা রাখেননি। বর্তমানে কাঠের পুলটির অবস্থা এমন যা দিয়ে পারাপার করা কোন ভাবেই সম্ভব নয় বলেও তারা জানান।
এছাড়াও ওই পুলটি হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার মাটির রাস্তা রয়েছে। যা দিয়ে বর্ষা মৌসূমে চলাচল করতে অনেক কষ্টকর হয়ে ওঠে স্থানীয়দের। এমন অবস্থায় ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা কাঠের পুল এবং মাটির রাস্তাটি পাকা করণের জোর দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
Leave a Reply