বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
মামুন আহমেদ,বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় সিআরপির উদ্যোগে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংস্থার ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় বানারীপাড়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আক্কাস আলী খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটি এম মোস্তফা সরদার, হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ. হাই বখ্শ, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন ও পৌর কাউন্সিলর প্রভাষক এমাম হোসেন।
সিআরপির বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অনুপ কুমার কুন্ডুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিআরপির বরিশাল বিভাগীয় প্রকল্প কর্মকর্তা বিলাস ফলিয়া,ওআরডিপি’র নির্বাহী প্রধান মো. জাকির হোসেন পান্নু, বানারীপাড়া প্রেস ক্লাব সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুন আহমেদ,
সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ।
Leave a Reply