বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
মামুন আহমেদ,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥ বানারীপাড়ায় ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ স্লোগানকে প্রতিপাদ্য করে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অলিউল আলম। মেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
Leave a Reply