সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় লঞ্চ টার্মিনাল নাব্যতা সংকটে রয়েছে দীর্ঘ বছর পর্যন্ত। এই সংকট থেকে উত্তরণের জন্য উপজেলা বাসী বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে বহুভাবে ধর্ণা দিয়েছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সময়ে এসে নাবত্যা সংকট চরম আকার ধারণ করায় ঢাকা-হুলারহাটগামী লঞ্চগুলো সন্ধ্যা নদীর মাঝ বরাবরে নোঙর করছে। সেখানে ছোট ট্রলার দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীরা লঞ্চে ওঠা-নামা করছে। আর এতে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে তাদের (যাত্রীদের)।
শিশু ও বৃদ্ধরা পরছেন মহা-বিপাকে। যে কোন সময় অনাকাঙ্গিত ঘটনা ঘটতে পারে এমনটাই বলছেন সাধারণ মানুষ। জরুরী ভিত্তিতে নৌ-টার্মিনালটি স্থানান্তরিত করা দরকার হয়ে পরেছে। দীর্ঘ বছরের দাবীটি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের কাছে জানানোর পরেই দূর্ভোগ লাগবে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন তিঁনি।
পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি বিআইডব্লিউটিএর বরিশালের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেন। নাব্যতা সংকট থেকে উত্তরনের জন্য রবিবার (১৩ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বিআইডব্লিউটি’এ’র বরিশালের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা বানারীপাড়ায় এসে স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলমকে নিয়ে ঘটনাস্থল (সন্ধ্যা নদী) পরিদর্শন করেন। এসময় তারা নদীর মাঝখানে নোঙ্গর করা ঢাকাগামী লঞ্চে ঝুঁকি নিয়ে যাত্রীদের ওঠা-নামার দৃশ্য অবলোপন করেন।
এ প্রসঙ্গে বরিশাল বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন ,আগামী বুধবার থেকে দূর্ভোগ লাঘবের জন্য কাজ শুরু করা হবে। তিনি জানান নদীর নাব্যতা সংকট দূরীকরণে ড্রেজিং করা ও টার্মিনাল স্থানান্তর করা হবে। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, উন্নয়নের যে যজ্ঞ বর্তমান সংসদ সদস্য হাতে নিয়েছেন। তাতে বানারীপাড়া উপজেলা একটি উপ-মহানগরীতে পরিণত হবে। তবে পরিতাপের বিষয় আওয়ামী লীগের মধ্যে ঘাপটিমেরে থাকা একটি স্বার্থেন্বেষী মহল পদে-পদে তার সেই উন্নয়ন কাজে বাধার সৃষ্টি করছে। ওই মহলটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও তারা জানান।
Leave a Reply