মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং মহিষাপোতা গ্রামের মৃত মো. রাজে আলী হাওলাদারের ছেলে আ.. রহিম হাওলাদারের ১৬ শতাংশের মাছের ঘেরে কীটনাশক দিয়ে প্রায় লাক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে জানাগেছে। এ ব্যপারে আ. রহিম হাওলাদার বাদী হয়ে বানারীপাড়া থানায় ৩ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে ৩ টার মধ্যে একই এলাকার মো. মোক্তার আলী হাওলাদারের ছেলে মো. আজগর হাওলাদার (৫৫),তার ছেলে সেরাজুল হাওলাদার (২৮) ও মতিউর রহমানের ছেলে মাসুম মুন্সি (৪৫) এই ৩ জনে মিলে রহিমের মাছের ঘেরে কীটনাশক জাতিয় কিছু দেয় বলে অভিযোগে উল্ল্খে রয়েছে। ঘেরে কীটনাশক দেয়ার বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জেনে সেখানে গিয়ে রহিম ও তার পরিবারের অন্য সদস্য’রা অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন,সামান্য কীটনাশক দেয়া হয়েছে তাতে মাছের কোন ক্ষতি হবেনা।
পরে ওইদিনই বিকেল ৪টার সময় আ. রহিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রহিমের ঘেরের প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন ধরণের মাছ মরে ভাসতে থাকে। বাদীর পরিবার এবং স্থানীয়রা ধারণা করছেন অভিযুক্তরা ঘেরে কীটনাশক দিয়ে রাতের যে কোন সময় বেশিরভাগ মাছ ধরে নিয়ে গেছে। এর আগেও ঘেরে বিদ্যুৎ ব্যবহার করে এই একই ব্যক্তিরা বিভিন্ন সময়ে মাছ নিধন করেছে বলে স্থানীয় এবং বাদীর পক্ষ থেকে জানাগেছে।
Leave a Reply