সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়া কোচিং বাণিজ্য বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ মো. শাহে আলম। মঙ্গলবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পরিষদে মাসিক সাধারণসভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য মো. শাহে আলম ইউএনও, ওসি, শিক্ষাকর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশ দেন।
ঐ নির্দেশনার আলোকে এ ব্যাপারে আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাদ্রাসা সুপার ও অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতিদের মতবিনিময় সভা ডাকা হয়েছে।
এই মতবিনিমিয় সভায় সংসদ সদস্য শাহে আলম কোচিং সেন্টার বন্ধ করাসহ বানারীপাড়ায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নির্দেশনা দেবেন। ঐ সভায় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদসহ শিক্ষা সচেতন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় মতামত প্রদান করবেন।
Leave a Reply