শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশাল জেলার অন্তর্গত বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। বরিবার বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এক কর্মী সভায় ২০২১ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান এমন ৯ জন প্রার্থী এক মঞ্চে হাতে হাত রেখে যিনিই নৌকা প্রতীক পাবেন তার পক্ষে কাজ করার দৃঢ় শপথ গ্রহন করেণ। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য তরিকুল ইসলাম ও মিজানুর রহমান মিঠু ঘরামী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, নূর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন। এরা সকলেই আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বর্তমান চেয়ারম্যানকে পুনরায় মনোনয়ন না দেয়ার আহবান জানান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কাছে।
হাফিজুর রহমান মামুনের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তৃতা করেণ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লালন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম, ছাত্রলীগ নেতা সবুজ। কর্মী সভায় বক্তারা বলেন, নৌকার মনোনয়ন নিয়ে বিগত বছর গুলোতে বর্তমান চেয়ারম্যান বিএনপি-জামায়াতের সাথে আতাত করে সম্পূর্ণ ইউনিয়ন আওয়ামী লীগকে কোনঠাসা করে রাখেন। এর প্রতিবাদেই এবার আওয়ামী পরিবারের ৯জন প্রার্থী এক হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। এই ৯জন প্রার্থীর মধ্য থেকেই যেকোন একজনকে মনোনয়ন দেয়ার দাবীও জানান বক্তারা।
Leave a Reply