শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের শাহআলম ফরাজী কর্তৃক শ্লীলতা হানি ও ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে (জাকির শরিফের মিল সংলগ্ন)।৭নং ওয়ার্ডের আওয়ামীলিগের সাধারন সম্পাদক নামধারী বিভিন্ন সময়ে বাসার ভাড়াটিয়াদের প্রতি কুনজরে তাকাতো এরই জের ধরে গত ১০ জুলাই শাহ আলমের স্ত্রী ঢাকা বেড়াতে গেলে ঘর ফাকা পাওয়ার সুযোগে ঊৎ-পেতে থেকে ব্র্যাক কর্মী ছদ্দনাম সবিতা রানি গোছল করে ঘরের মধ্যে জামা কাপর বদলাবার সময় পিছন থেকে এসে ঝাপটে ধরলে ধস্তা ধস্তির পর তার ডাক চিৎকারে এলাকার মানুষ জড়ো হলে দ্রুত বাসা থেকে পালিয়ে গিয়ে গনপিটুনি রক্ষা করে।
এ ঘটনার পরের দিনই ঐ ভাড়াটিয়া লম্পট শাহআলমের বাসা ছেড়ে দিয়ে ১২ তারিখ পৌর সভার পিছনে নতুন বাসায় চলে যায়।
অপর দিকে ঐ বাসার অপর ভাড়াটিয়াকে দির্ঘ ১বছর থেকে কু প্রস্তাব দিয়ে আসছে লোক লজ্জার ভয়ে কাইকে বলতে পারিনি সে। ২য় ভাড়াটিয়া জানান আমার স্বামী ঢাকা থাকার সুবাদে এ বলে কু প্রস্তাব দেয় যে তুমি আমার সাথে সর্ম্পক করলে ভাড়া লাগবেনা।
তিনিও গত ২০ জুলাই কুচরিত্র শাহআলম ফরাজীর বাসা ছেড়ে পাশের বাসায় চলে যান একই সাথে ২টি বাসার ভাড়াটিয়া শুন্য হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকা বাসী জানান বিভিন্ন সময় সে ৭নং ওয়ার্ডের আওয়ামীলিগের স্ব ঘোষিত সাধারন সম্পাদক বলে দাবী করে এর সাথে সাথে ইচ্ছা মত কুর্কম চালিয়ে যাচ্ছে।উল্লেখ্য তার বাসায় কয়েক মাস পুর্বে এক ভাড়াটিয়ার সাথে সোনালী ব্যাংকের নিচের গ্যাস খোকনকে অনৈতিক কাজের সময় হাতে নাতে ধরে গনধোলাই দেয়া হয়েছিলো। উক্ত ঘটনার পর থেকে শাহ-আলম পলাতক রয়েছে।
Leave a Reply