বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥বাকেরগঞ্জের পেয়ারপুর ব্রিজ সংলগ্ন নিজ পৈত্রিক জমিতে দোকান ঘর তুলতে গেলে স্থানীয় চেয়ারম্যান বাধা প্রদান করে মালিকে মারধর করায় চেয়ারম্যান জন রোশানলের স্বিকার হয়। ঘটনাটি বরিবার বিকেল কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে ঘটে। ভুক্তভুগি জমির মালিক সাহিদুল কাওসার তালুকদার জানায়, তার নিজ পৈত্রিক জমিতে দোকান ঘর তুলতে গেলে কবাই ইউপির স্থানীয় চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার বাদল সাথে, ইউপি মেম্বার সহ ২০/২৫ জনের একটি দল বিকেল ৫টার দিকে এসে অনৈতিকভাবে বাধা প্রদান করে।
এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান বাদল তালুকদার জমির মালিক কাওসার তালুকদারকে ঘুষি দেয়। কাওসার তালুকদারও বাদল চেয়ারম্যানকে ঘুষি দেয়। অনৈতিকভাকে চেয়ারম্যান বাদল তালুকদার জমির মালিক কাওসার তালুকাদরকে দোকান ঘর তুলতে বাধা প্রদান ও ঘুষি দেওয়ার অপরাধে স্থানীয় জনসাধারন চেয়ারম্যান বাদল তালুকারের উপর ক্ষিপ্ত হয়ে তাকে ঘিরে ফেলে মারধরের উদ্বত হয়। এক পর্যায়ে কিছু লোকের প্রচেস্টায় জনসাধারনের রোসানলের হাত থেকে চেয়ারম্যান বেচে যায়।
কাওসার তালুকদার আরও জানায়, তিনি দুবাইয় প্রবাসী, দু মাস হল দেশে এসেছে। পেয়ারপুর নিজ এলাকায় ব্যবসা করবে বলে পৈত্রিক জমিতে দোকান ঘর নির্মান করে। তাতে চেয়ারম্যান অনৈতিকভাবে বাধা প্রদান ও তার উপর হামলা করে লাঞ্চিত করার বিচার চায়। এ বিষয়ে কবাই ইউপি চেয়ারম্যান জহিҺল ইসলাম তালুকদার বাদল ফোনে সাংবাদিককে জানায়, রাস্তার পাশে দোকান ঘর তোলায় দৃষ্টিকটু লাগছে। তাই আমি বাধা প্রদান করি। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। তবে দোকান মালিককে ঘুষি মারা ও তিনি জনসাধারনের রোসানলের স্বিকার অশ্বিকার করেন।
Leave a Reply