সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ইংল্যান্ডের লিডসভিত্তিক রাধারমণ লোক উৎসবটি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গতকাল শেষ হয়েছে । ১০ বছরপূর্তিতে ২৭, ২৮ ও ২৯ নভেম্বর এই তিন দিনব্যাপী চলে এ উৎসব। করোনা মহামারির কারণে এবছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে উৎসবের আয়োজন করা হয়।
রবিবার উৎসবের সমাপনী দিনের প্যানেল আলোচনায় ছিলেন- , বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন, বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যন মোহাম্মদ সাদিক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত লোকগবেষক শামসুজ্জামান খান ও পূরবী কালচারাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আবদুল কুদ্দুস। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, লোক উৎসব সবকিছু ছাপিয়ে মানুষকে সংযুক্ত করে। এই উৎসবগুলো আমাদের চেতনায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের মননে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। সামাজিক দর্শন হিসেবে বাউল দর্শনকে যদি চর্চা করতে পারি তাহলে এটি সত্যিকার অর্থে বাঙালি সংস্কৃতির জাগরণে ভূমিকা রাখবে।
উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল ব্রিটিশ শীর্ষ মার্গসংগীতের সংস্থা সৌধ, লিডস সিটি কাউন্সিল, সাউথ এশিয়ান আর্টস।
Leave a Reply