শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৭৬ টাকা।
বাজুস জানিয়েছে, বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ানোর কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রোববার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। এর আগে, গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের দাম বৃদ্ধির ফলে স্বর্ণ কেনার আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। অনেক ক্রেতাই দাম বৃদ্ধির পর স্বর্ণ কেনার পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন। তবে, মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীদের মধ্যে চাপ রয়েছে, কারণ মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রয়ক্ষমতা কমছে সাধারণ মানুষের।
Leave a Reply