বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, রাজবাড়ীর পদ্মা নদী তীরের কাজ যাতে টেকশই হয় সে লক্ষেই আমরা কাজ করছি। তাছাড়া নির্মাণের পর পরই কেন কি কারণে ভাঙন হলো তা খতিয়ে দেখা হবে। এই কাজে কারো অবেহলা থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ সোমবার বিকেলে রাজবাড়ী শহর রক্ষায় পদ্মা নদীর তীর স্থায়ী সংরক্ষণ এলাকায় ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করে একথা বলেন উপমন্ত্রী।
এ সময় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি, আওয়ামী লীগের নেতা ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩৭৬ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী শহর রক্ষায় সাড়ে সাত কিলোমিটার পদ্মা নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। যার কাজ চলতি বছরের মে মাসে শেষ হয়। কাজ শেষ হবার পরপরই জুলাই মাস থেকে কয়েক দফা ভাঙনে ৩০০ মিটারের বেশি এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়। এতে এলাকা বাসীর মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকির মধ্যে রয়েছে রাজবাড়ী জেলা শহরসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি ও নানা স্থাপনা।
Leave a Reply