বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার প্রত্যেকটি দুর্যোগে জনগণের পাশে আছে। আমরা মহামারী করোনাভাইরাসে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। নিজ নির্বাচনী এলাকার ৭২ হাজার পরিবার মানবিক সহায়তা আমরা পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশ। তাঁর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে আসছে। করোনার এ দুর্যোগে দীর্ঘ ৫ মাস আমরা সবাই জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হ্রদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তাকালে এসব কথা বলেন তিনি। এসময় সহায়তার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১৯ জনকে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পবিরাব পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান প্রমূখ।
Leave a Reply