শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর এলাকায় ১৫০ জন শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন(বদপুর দীপাঞ্চল পরিষদ) বদ্বীপ।
শুক্রবার ১৮ ডিসেম্বর সকালে সংগঠনটির সদস্যদের সমন্বয়ে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়েছে। সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম রোকন জানান, অসহায় মানুষের জন্য সহায়তা প্রদান এবং এলাকার সামাজিক উন্নয়নের জন্য বদ্বীপ কাজ করে থাকে।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষের সেবা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ বদ্বীপ এর উদ্যোগে ১৫০ জন অসহায় শীতার্ত নারী এবং পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এলাকার অসহায় মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সহায়তা প্রদান কার্যক্রম চলমান থাকবে। অসহায় মানুষের পাশে থাকার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন তিনি।
শীতবস্ত্র বিতরণের সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সদস্য দেওয়ান আজাদ রহমান, আকবর আকন। সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ, সহ-সম্পাদক জিয়া বেলাল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব প্রমুখ।
Leave a Reply