বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহনাজ বেগম(৫০) নামের এক নারীকে বেধরক পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার বলিয়ারকাঠি গ্রামের ফরিদ হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগমকে (৫০) বিরোধপূর্ণ সম্পত্তির কাঁচাকলা বিক্রি নিয়ে নান্নু হাওলাদার অকথ্য গালাগাল ও এক পর্যায়ে পিটিয়ে গুরুতর জখম করে।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যপারে বানারীপাড়া থানায় আহতের স্বামী ফডিরদ হাওলাদার অভিযোগ করেছেন।
Leave a Reply