মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৫০ বছর পূর্তিতে আজ শুক্রবার সকালে নগরীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির উদ্যোগে সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশে বরিশালের বেসিক শ্রমিক সংগঠনগুলোসহ প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে টিইউসি জেলা কমিটির সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শ্রমিক নেতা অ্যাডভোকেট একে আজাদ, রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের মহানগর শাখার সাধারণ সম্পাদক আকতার রহমান, মহানগর দোকান কর্মচারী-শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেম, জেকে মুকুল, বস্তিবাসী ইউনিয়নের আহ্বায়ক নুর হোসেন হাওলাদার, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোসনা বেগম প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply