শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৮ হাজার ৫০৩ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৭৫ হাজার ৪৯৮ জন শিশু রয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷
জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
জেলার ১০ উপজেলার ৮৫ ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ড এবং প্রতি উপজেলায় একটি করে অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ মোট ২ হাজার ৫০টি কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো হবে।
এ সময় বরিশাল জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সের ৩৩ হাজার ৫ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৫ হাজার ৪৯৮ জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৪ হাজার ১০০ জন কর্মী।
ইতোমধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর পাশাপাশি শুক্রবার (২ অক্টোবর) সব মসজিদের ইমামরা জেলাবাসীকে অবহিত করা সহ মাইকিং করা হবে বলেও জানান এই সিভিল সার্জন।
Leave a Reply