বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল শনিবার সকালে উপজেলার তিখাসার তুলাতলা এলাকা থেকে একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ওয়াসকরনি আকন (৪৫)কে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানাগেছে, আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা পাওয়ার পর গোপন সূত্রে পলাতক ওই আসামীর অবস্থান নিশ্চিত হয়ে থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিখাসার গ্রামের তুলাতলা এলাকায় অভিযান চালান। এ সময় তুলাতলা মোড় থেকে ২০১৬ সালের একটি মাদক বিক্রির মামলায় আদালত কর্তৃক ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ওয়াসকরনি আকনকে তিনি গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তার হওয়া ওয়াসকরনি আকনের বাড়ি উপজেলার তিখাসার গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মোঃ মতিয়ার রহমান আকনের ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার হওয়া পলাতক আসামী ওয়াসকরনি আকনকে গতকাল শনিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দেন।
Leave a Reply