বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খুলে আড্ডা দেয়ায় দুই দোকানি ও কভার্ডভ্যানে যাত্রী পরিবহন করায় চালককে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা ও মারুফ দস্তগীরের নেতৃত্বে বৃহস্পতিবার বরিশাল নগরীতে পৃথক ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেয়া হয়।
করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, গণসচেতনতা সৃষ্টি ও বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বৃহস্পতিবার নগরীর সদর রোড, নথুুল্লাবাদ, কাশীপুর, নতুন বাজার, হাসপাতাল রোড ও বিউটি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও বিভিন্ন এলাকার মোড়ে জনসমাগম ছত্রভঙ্গ করে তাদের নিরাপদ দূরত্বে চলার নির্দেশ দেন। যৌক্তিক প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাইরে বের না হওয়া এবং এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।
নাজমূল হুদার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ ও কাশীপুরে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করেন। যানবাহনে একজনের বেশি যাত্রী থাকলে তাদের নামিয়ে দেয়া হয়। এ সময় কভার্ডভ্যানে যাত্রী পরিবহনের দায়ে কভার্ডভ্যানের চালক নাইম রহমানকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে মারুফ দস্তগীরের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর নতুন বাজারে দোকান খোলা রেখে আড্ডা জমানোয় ৫শ’ টাকা এবং নগরীর হাসপাতাল রোডে একই অপরাধে পপুলার সুজ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply