বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল-ঢাকা নৌরুটের এমভি পারাবত-১২ লঞ্চ থেকে ১৩ হাজার ৫০০ কেজি ওজনের অবৈধ পলিথিন উদ্ধার করেছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বরিশাল নদীবন্দরে বার্দিং করা লঞ্চে তল্লাশী চালিয়ে ওই অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। এর ফলে রাত সোয়া ৯টায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও ছেড়ে গেছে পৌনে ১০টায়। উদ্ধার পলিথিনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
অবৈধ পলিথিন পরিবহনের অপরাধে পারাবত-১২ লঞ্চ কর্তৃপক্ষকে মোবাইলকোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বাংলাদেশ কোস্টগার্ডের চীফ পেটি অফিসার তৈয়বুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারাবত-১২ লঞ্চে তল্লাশী অভিযান চালান তারা। এসময় লঞ্চের ভেতরে মালামাল বহনের কক্ষ থেকে বস্তা ভর্তি ৩০ লাখ টাকার পলিথিন উদ্ধার করা হয়।
তিনি বলেন, যে পলিথিনগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো ব্যবহৃত পলিথিন। যা সরবরাহ করে ঢাকায় পাচার করা হচ্ছিলো। তবে পলিথিনের কোন মালিক পাওয়া যায়নি।এদিকে রাতেই পারাবত-১২ লঞ্চ কর্তৃপক্ষকে মোবাইলকোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
Leave a Reply