সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল//
দুস্থদের মাঝে বিক্রির জন্য সরকারের দেয়া ১০ টাকা কেজির ফেয়ার প্রাইজের চাল পাচারের উদ্দেশ্যে মজুদ রাখারা দায়ে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ডিলার ও তার চাচাতো ভাইকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে ইউনিয়নের কড়াপুর মোল্লার বাজারের ডিলার আনসার উদ্দিনের মজুদ রাখা ২০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
তখন আটক হয় ডিলারের চাচাতো ভাই মজুদ রাখা ঘরের মালিক মো. রফিক। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভুমি) জরিমানা করেন। এদের মধ্যে ডিলার আনসার উদ্দিনকে ১৫ হাজার ও চাচাতো ভাই রফিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উদ্ধার করা ২০ বস্তা চাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর আবু বক্কর সিদ্দিকের জিম্মায় দেয়া হয়েছে।
এয়ারপোর্ট থানার এসআই এনামুল জানান, ডিলার আনসারউদ্দিন দুস্থদের মাঝে বিক্রির জন্য প্রথম দফায় উত্তোলন করা চাল বিক্রি করেনি। সেই চাল গোপনে চাচাতো ভাই মিনি ট্রাক চালক রফিকের ঘরে মজুদ রাখে। বৃহস্পতিবার দুপুরের এই খবর পেয়ে ধর্মাদী হাওলাদার বাড়ীতে অভিযান চালিয়ে ২০ বস্তা চালসহ রফিককে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় ডিলার আনসারউদ্দিন। তখন তাকে আটক করে আদালতে উপস্থিত করা হয়। পরে আদালত উভয়কে জরিমানা ও চাল জিম্মায় দেয়।
Leave a Reply