বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩ ইয়াবাসহ সালমা (৪১) নামে এক নারী যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
আটক সালমা পটুয়াখালী জেলার মহিপুর থানার ধুলাশার ইউনিয়নের চর চাপলি এলাকার কাশেম মিয়ার স্ত্রী।
এনায়েত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজের পাশে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অভিযান চালানো হয়।
এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী যমুনা লাইন পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের দ্বিতীয় সারির সিটের যাত্রী ছিলেন আটক সামলা। তার সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ২ হাজার ৩ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মু. আ. মজিদ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
Leave a Reply