শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মোটরসাইকেল চুরির ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার পটুয়াখালী সদর থানার সহায়তায় পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মোটরসাইকেল চোর রবিউল ইসলামকে (১৯) আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ১২৫ সিসির একটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন বলেন, মহামারী করোনা মোকাবিলায় জনগণের পাশে থেকে নগর নিরাপত্তায় চুরি বন্ধসহ যে কোনো অনিয়ম নিয়ন্ত্রণে আমরা সজাগ রয়েছি।
এ দিকে পুলিশ আরও জানিয়েছে, আটক রবিউলের বিরুদ্ধে এর আগেও চুরি মামলা রয়েছে।
Leave a Reply