বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপনের জন্য আনা কেক মুহুর্তের মধ্যেই উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা স্কুল এন্ড কলেজে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাগধা স্কুল এন্ড কলেজে মুজিবশতবর্ষ উদযাপনের জন্য শিক্ষক ও গবর্নিং বডির যৌথ উদ্যোগে মিষ্টি ও জন্মদিনের কেক আনা হয়। মঙ্গলবার সকালে শিক্ষক ও কমিটির সদস্যরা কলেজে গিয়ে রক্ষিত কেক এবং অধ্যক্ষকে কলেজে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।
পরবর্তীতে কমিটির সদস্য মুজিবুর রহমান খান বিষয়টি জানার জন্য অধ্যক্ষ আব্দুর রহমান মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি (অধ্যক্ষ) বলেন, আমি ভোরে ঢাকার উদ্দেশ্যে চলে এসেছি।
কেক কোথায় রেখেছেন এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, কেক আমি নিয়েছি। দরকার হলে পরে টাকা দিয়ে দিব। এ সংবাদ মুহুর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পরলে ক্ষোভে ফেঁটে পরেন উৎসবে আগতরা। সূত্রমতে, উপজেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ আব্দুর রহমান মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বেও সরকার ও প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন করার একাধিক অভিযোগ রয়েছে।
কলেজ গবর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মো. এসএম সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেক নিয়ে যাওয়ার ঘটনা অধ্যক্ষর ইচ্ছাকৃত। এটি মুজিব শতবর্ষ উৎসব উদযাপনে তার অনীহা ও উদাসিনতারই বহিঃপ্রকাশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। কমিটির সদস্য মজিবুর রহমান খান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, প্রভাষক মো. আকরাম উদ্দিন খানসহ অন্যান্য , শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া মোবাইল ফোনে বলেন, মুজিব বর্ষের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে হবেনা জেনেই আমি কেক নিয়েছি। প্রয়োজনে কেকের টাকা দিয়ে দিব।
Leave a Reply