সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার ,গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মহরজান বেগম (৪৫) নামে এক নারী বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব) একটি টিম। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির সাড়ে তিন লাখ টাকা।
মঙ্গলবার (০৫ মার্চ) রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছে বরিশাল র্যাব সদর দপ্তর।
গ্রেপ্তার মহরজান বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার মিনহাজদী গ্রামের আলমগীর সরদারের স্ত্রী। তিনি গৌরনদী উপজেলার টরকী বন্দর মাঠ এলাকার সরোয়ার সরদারের ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।
র্যাব অফিস সূত্র জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান চালিয়ে ভাড়াটিয়া বাসা থেকে মহরজান বেগমকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ২০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪ হাজার চারশত পঁচাশি টাকা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় বরিশাল র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।’
Leave a Reply