বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর সদর রোডে শুক্রবার রাতে মডার্ণ ইলেকট্রনিক্স নামে একটি ব্যাটারীর দোকানে দুর্ধষ চুরি হয়েছে। চোরেরা দোকানের ৪টি তালা কেটে নগদ ২২ হাজার টাকাসহ আইপিএস, গাড়ী ও সোলার প্যানেলের তিনটি কোম্পানীর অন্তত ৬০ টি ব্যাটারী পিকÑআপ ভ্যানে করে নিয়ে যায়।
পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করছেন। টরকী বন্দরের প্রধান সড়কে বড় ধরনের চুরি হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে।মডার্ণ ইলেকট্রনিক্সের মালিক মোঃ খালেক দেওয়ান জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ৯টার দিকে তার ব্যবসায়ী প্রতিষ্টানে তালাবদ্ধ করে বাড়িতে যান।
শনিবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানে তালা গুলো কাটা ও প্রধান ফটক খোলা এবং ক্যাশ বাক্স ভাঙ্গা। পরে থানা পুলিশকে খবর দিলে গৌরনদী মডেল থানার এসআই সাচ্ছু মিয়া একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply