মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি : এইচএসসি পরীক্ষার্থী ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা জজ আবু শামীম আজাদ বিচারাধীন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের হয়।ধর্ষিতা আদালতে হাজির হয়ে এ মামলা করেন। মামলায় ধর্ষক আগৈলঝাড়া উপজেলার মধ্য শিহিপাশা এলাকার সৈয়দ জিল্লুর রহমানের ছেলে সৈয়দ রাজিবকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বাদী আদালতে বলেন,রাজিবের বড় ভাই সৈয়দ বখতিয়ারের সাথে ২০১১ সালের ১৭ মে তার বিয়ে হয়।
বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই রাজিব তার দিকে কুদৃষ্টি দেয়। স্বামী ও শ্বশুর শাশুড়ীকে জানালে তারা ভ্রুক্ষেপ দেয়নি। স্বামী যৌতুক দাবি করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা তুলে নেয়ার অজুহাতে রাজিব প্রায়ই ভাবির বাড়িতে যেত। গত ২৭ মার্চ রাতে রাজিব তাদের বাড়িতে এসে অন্য কেউ না থাকার সুযোগে জোড় পূর্বক ধর্ষণ করে চলে যায়।ধর্ষিতা অসুস্থ হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। ৫ দিন চিকিৎসা শেষে এইচ এস সি পরীক্ষার জন্য হাসপাতাল থেকে বাসায় ফিরে।ডাক্তারী পরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার পরামর্শ দেয়। আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। এধরণের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে ট্রাইব্যুনাল আগৈলঝাড়া থানা পুলিশকে এজহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন বলে আদালত সূত্র জানায়
Leave a Reply