বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার জেলার আগৈলঝাড়া থানায় কর্মরত কনেস্টবল ইমরান হোসেনের ফুল্লশ্রী এলাকায় ভাড়া বাসায়।
জানা গেছে, মুখোশপরা অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ইমরানের ভাইয়ের বাক প্রতিবন্ধি স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশ কনস্টেবল ইমরান তার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
সূত্রে আরও জানা গেছে, ঘরের দরজা বন্ধ থাকায় দুর্বৃত্তরা ঘরের পাশে থাকা একটি গাছ বেয়ে দোতলার টপের খোলা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। ঘটনার পর পরই থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য পুলিশ অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply