সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। আগামী ২৮ ডিসেম্বর বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় বরিশাল নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাই আল হাদী, বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুজ্জামান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. খলিলুর রহমানসহ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিল বৃন্দ।
মতবিনিময় সভা শেষে তিনজন মেয়র প্রার্থীদের নির্ধারিত দলীয় প্রতীক, সংরক্ষিত ৯ জন ও সাধারণ কাউন্সিল ২৪ জন প্রার্থীদের মাঝে চাহিদা এবং লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উজিরপুরের প্রার্থীদের মধ্যে বিকেলে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
Leave a Reply