মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বরিশালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। জেলার উজিরপুরের ফুলতলা এলাকায় গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল আলম (৩৫) জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হত্যার সাথে জড়িত। গত সোমবার (১২ নভেম্বর) রাতে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম।গতকাল সোমবার মধ্যরাতে আটককৃত রবিউলের দেয়া তথ্যের ভিত্তিতে উজিরপুরের ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। যেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে ১টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply