মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দি ইউনিয়নের চরকিল্লা বাজারে, পাওনা টাকা চাইতে গিয়ে আলী আহাম্মেদ মোল্লা নামে এক কৃষক নির্মমভাবে মারধরের শিকার হয়েছে। সে এখন হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত আলী আহাম্মেদ চরকিল্লা এলাকার সামসুদ্দীন মোল্লার ছেলে। আলী আহাম্মেদ জানায়, একই এলাকার আলাউদ্দিন বাঘার কাছে তার বড় ভাই মহিউদ্দিন মোল্লা জমি বিক্রির টাকা পাওনা রয়েছে। সেই টাকা না দিয়ে বাঘা বিভিন্ন অজুহাতে হুমকি ধামকি দিচ্ছিল। শনিবার চরকিল্লা বাজারের হাটের দিন থাকায়, তারা দু ভাই হাটে যায়।
সন্ধ্যায় তার বড় ভাই হাটে বসেই আল্লাউদ্দিন বাঘার কাছে পাওনা টাকা চাইলে, বাঘা তার বড় ভাইকে নোংরা ভাষায় বকাবকি করে এবং থাপ্পড় মারে। এই পরিস্থিতি দেখে সে এগিয়ে আলাউদ্দিন বাঘার সামনে গেলে, তাকে টেনে হিচড়ে একটি দোকানের পেছনে নিয়ে যায়। তার শরীর থাকা চাদরটি গলায় পেচিয়ে আলাউদ্দিন বাঘা, হারুন মাতুব্বর, আল আমিন মাতুব্বর ও মজু মাতুব্বর নির্মমভাবে মারধর করে।
অন্যান্য মানুষ ছুটে এসে তাকে তাদের হাত থেকে উদ্ধার করে এবং গ্রাম্য চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে হিজলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ব্যাপারে হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় তার বাবা সামসুদ্দিন মোল্লা।
Leave a Reply