সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পচা পেঁয়াজ দেওয়ার প্রতিবাদ করায় এক উপকারভোগীকে মারধরের অভিযোগ উঠেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের কর্মীদের বিরুদ্ধে। নগরীর ভাটারখাল এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে ডিলার মাইনুদ্দিন মোল্লার দাবি- তার ট্রাকসেলে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী রাসেল খান বলেন, দুই থেকে আড়াই ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা শেষে টিসিবির ট্রাক থেকে তিন কেজি পেঁয়াজ কিনে পচা পেঁয়াজ দেখতে পাই। তখন অবস্থানরত কর্মীদের বলি, তিন কেজি পেঁয়াজের মধ্যে এক থেকে দেড় কেজি পেঁয়াজ পচা। সরকার আপনাদের পচা পেঁয়াজ বিক্রি করতে বলেননি। তাহলে আমাকে কেন দিলেন? এ সময়ে বেশি পণ্য কিনতে চাইছি- এমন অভিযোগ এনে দুই কর্মী আমাকে লাথি ও ঘুসি মারেন। আমার মতো একজন গরিব মানুষকে তারা মারবে কেন? এ ঘটনার বিচার চাই।
রিয়াজ এন্টারপ্রাইজের ডিলার মাইনুদ্দিন মোল্লা বলেন, আমার এখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। টিসিবি অফিস থেকে পচা পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। পচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না, তা পৃথক করে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে টিসিবির বরিশাল অফিস প্রধান আল আমিন হাওলাদারকে একাধিকবার মোবাইল ফোনে কল ও খুদে বার্তা দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
Leave a Reply