সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই চিহ্নিত মাদক বিক্রেতা এক কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছেন। তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তাদের সহযোগী রাসেল (২৫) নামে এক যুবক। মঙ্গলবার (২৮ মে) ভোর রাতে বিমানবন্দর থানাধীন মঙ্গলহাটা গ্রামে এই অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হচ্ছেন- বরিশালের বানারীপাড়া উপজেলার বাকপুর গ্রামের ডাক্তার বাড়ি মজিবুর রহমানের ছেলে মো. আমান মুমাহিম (২০) এবং বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামের আনোয়ার হোসেনর ছেলে মো. আশিক সিকদার (২৫)।বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পদির্শক (এসআই) সুজিত কুমার গোমস্তা জানান, মঙ্গলবার ভোর রাতে মঙ্গলহাটা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে অভিযান করেন।
কিন্তু ঘরটিতে প্রবেশ করার আগেই রাসেল নামের যুবক পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে আমান এবং আশিককে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে বাসাটি থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
Leave a Reply