শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের সিপিও ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিসিজিএস পাবনা) মোঃ মাসুদুল হাসানের নেতৃত্বে এই জাটকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ট্রলার থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুই হাজার পাঁচশ কেজি জাটকা উদ্ধার করেছে। জাটকাগুলো এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের বিতরণ করা হয়েছে।
Leave a Reply