শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
ডিগ্রি পড়ুয়া এক কলেজ ছাত্রীকে (২২) আটক করে ধর্ষণে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানা পুলিশ নির্যাতনকারী বখাটে যুবক শান্ত বালা ও তার কথিত বান্ধবী সীমা ঢালীকে গ্রেফতার করেছে। এরআগে শনিবার সন্ধ্যায় গৌরনদী পৌরসভার টরকী বন্দর এলাকায় ওই ছাত্রী নির্যাতনের শিকার হন।
আটক শান্ত আগৈলঝাড়া উপজেলার ফেনাবাড়ি গ্রামের মৃত দেবন বালার পুত্র এবং সীমা ঢালী গোপালগঞ্জের কোটালিপাড়ার বাসিন্দা হলেও সে টরকীতে বসবাস করেন। রবিবার দুপুরে নির্যাতিত ছাত্রীর বরাত দিয়ে তার স্বজন ও পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্রধরে শনিবার বিকেলে সরকারী গৌরনদী কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্রীকে শান্ত কৌশলে টরকী এলাকার তার কথিত বান্ধবীর বাসায় নিয়ে আসে। এরপর সেখানে বসে জোরপূর্বক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতন করা হয়। গুরুত্বর জখম ওই কলেজ ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরনদী ও রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বখাটে যুবক শান্ত ও তার কথিত বান্ধবী সীমা ঢালীকে গ্রেফতার করেছে। আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply