শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে এই মামলায় তার স্ত্রীসহ আরও ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।বুধবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন প্রতাবপুর গ্রামের মৃত মহিউদ্দিন মল্লিক খোকনের স্ত্রী হোসনেয়ারা বেগম।
এই মামলায় গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার ও তার স্ত্রী মোসাম্মৎ মৌসুমী, তাদের সহযোগী প্রতাবপুর গ্রামের বাসিন্দা বাহাদুর, বরিশাল নগরীর স্ব-রোডের বাসিন্দা বিধান চন্দ্র তাপস এবং ভাটিখানা সড়কের বিশ্বজিৎ কুমার রায়কে অভিযুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন রহমতপুর মৌজায় বিএস রেকর্ডভুক্ত তার সাড়ে ১২ শতাংশ জমি রয়েছে হোসনেয়ারা বেগমের। ওই জমি দখল করতে ওসিসহ অপর আসামিরা চেষ্টা চালাচ্ছেন। সর্বশেষে গতকাল ২৬ ফেব্রুয়ারি জোর করে গাছপালা কাটতে যান। এতে বাধা প্রদান করলে তারা পরবর্তীতে গাছপালা কেটে নেয়ার হুমকি দিয়ে চলে যান।
সংশ্লিষ্ট আদালতের বিচারক নুরুজ্জামান বাদীর অভিযোগটি আমলে নিয়ে ওই জমিতে স্থিতিবস্থা জারি করতে বিমানবন্দর থানা পুলিশ নির্দেশ দেন।
Leave a Reply