সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার নবগ্রাম রোডে দিনে – দুপরে একতলা ভবনে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ( ২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে ১ নং রায়পাশা- কড়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধর্মাদী গ্রামের মোল্লা বাড়িতে এঘটনা ঘটে। ঘটনা স্থান পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান আহমদ শাহারিয়া ( বাবু)।
জানা গেছে, ধর্মাদী গ্রামের মৃত অজেদ আলী মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা(৬০)। প্রতিদিনের ন্যয় কাজের তাগিদে তিনি বরিশাল নগরীর নাসির্ং হোমে যান। এসময় তার স্ত্রী শশুর বাড়িতে যান। এদিকে ঘর ফাঁকা পেয়ে চোরচক্র ভবনের ভেন্টিলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টিল আলমারিতে থাকা নগত তিন হাজার টাকা ও ছয় ভরি স্বর্ন নিয়ে যায় চোরচক্র।
এঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান আবুল কালাম মোল্লা। চুরির বিষয় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা রাখছি দ্রুতই চোর সনাক্ত হবে ।
Leave a Reply