বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের দন্ড দিয়েছেন আদালত। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম রবিবার এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত ইদ্রিস বরকান্দজ পলাতক ছিলেন। তিনি মাদারীপুর জেলার উত্তর রমজানপুর এলাকার মৃত আইউব আলী বরকান্দজের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ অক্টোবর বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলকাঠী বাজারে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ ইদ্রিসকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই গৌরনদী থানার এসআই ছগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই মাজহারুল ইসলাম একমাত্র ইদ্রিসকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন।
পরে আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ইয়াবা ব্যবসায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উপরোক্ত দন্ডাদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
Leave a Reply