সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে কোনো প্রকার অসামাজিক, অনৈতিক, অবৈধ ব্যবসা চলবে না। ইতোপূর্বে যা হয়েছে তা যথেষ্ট হয়েছে।গত বৃহস্পতিবার (০৫ মার্চ) বরিশাল পুলিশ লাইনের ড্রিল শেডে নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ বন্ধে হোটেল মালিক ম্যানেজারদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালায় সভাপতির বক্তব্যে তাদের এ সতর্ক বার্তা দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কথা অমান্য করে বেশ কিছু দিন যাবত নগরীর হোটেল জোনাকি অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে উপ- পুলিশ কমিশনার গোয়েন্দা শাখার মোঃ জাহাঙ্গীর মল্লিক এর নির্দেশনায় আজ বৃহস্পতিবার,( ১৯ মার্চ) দুপুরে নগরীর মহাসীন মার্কেট সংলগ্ন হোটেল জোনাকিতে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন এসআই অরবিন্দ বিশ্বাস।
এসময় হোটেল জোনাকি থেকে ৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে চারজন নারী, দুইজন পুরুষসহ হোটেল স্টাফ রয়েছেন বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস।
তিনি জানান, হোটেল জোনাকিতে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম । একজনকে ১৫ দিন অন্য জনকে ১০ দিন ও নারী চারজনকে ৭ দিন করে কারাদন্ড দেয়া হয়।
Leave a Reply