বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ আদালতের নির্দেশে বেবী হোমে আশ্রিত তিন অনাথ শিশু ফিরে গেল তাদের নিজের নীড়ে। সোমবার সকালে বেবী হোমে আশ্রিত শিশুদের আদালতের নির্দেশে সমাজসেবা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ও প্রবেশন অফিসারের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের অতিরিক্তি দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, বরিশাল শিশু আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ মিস কেস নং ৯/২০২০ এর রায়ে তিন মাসের শিশু রোমনাকে নিঃসন্তান দম্পত্তি ফরিদপুরের মধুখালী থানার তারাপুর গ্রামের শিক্ষক দম্পত্তি বিকাশ রঞ্জন বিশ্বাস ও বিথী রানী বিশ্বাসের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার ও প্রবেশন অফিসার মো. সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, বিশিষ্ট সাংবাদিক সালেহ টিটু।২০১৯ সালের ১৭ জুলাই রোমানাকে হাসপাতালে রেখে তার মা পালিয়ে গিয়েছিল। সেখান থেকে রোমানাকে সমাজসেবা অধিদপ্তরে স্থানান্তর করলে বেবী গোমে ঠাঁই মেলে শিশুটির।
সমাজসেবা অফিসার সুশান্ত বালা আরও জানান, একই আদালতের নির্দেশে মিস কেস নং-৪(১২.১২.২০) অনুযায়ি শিশু ফাহিমা আক্তারকে বরিশালের বগুড়া রোডের বাসিন্দা হায়াত উল্লাহ সিকদারের ছেলে আনোয়ার হোসেন নিকদারের কাছে হস্তান্ত করা হয়েছে। ওই আদালতের নির্দেশ অনুযায়ি মিসকেস নং৩ (২৫.২.২০) অনুযায়ি বানারীপাড়া উপজেলার ইরুহার গ্রামের খলিলুর রহমানের ছেলে মনিরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply