শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি :
জেলার মুলাদী উপজেলার খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাসেরহাট বাজারের আব্দুর রব খন্দকারের মুদি দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান পাশ্ববর্তী ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ছড়িয়ে পরে।সংবাদ পেয়ে বরিশাল ও বাবুগঞ্জ ফায়ারসার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে ২ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এর আগেই ৯টি মুদি দোকানঘর মুদি মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ব্যবসায়ীরদের অন্তত ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে করে ওই ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পরেছেন।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন; আ. রব খন্দকার, জলিল চৌকিদার, জিয়াউর রহমান চৌকিদার, মোফাজ্জেল চৌকিদার, আব্দুল হাকিম রাঢ়ী, রুস্তম আলী চৌকিদার, মুমিন চৌকিদার, মোতালেব হোসেন ব্যাপারী ও ইকবাল হোসেন মৃধা।
Leave a Reply