বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম জানান, এ বছর পাসের হার ৭০.৬৫ যা গত বছরে ছিলো ৭০.৫৫। এ বছর মোট ৩ শত ৩০ কলেজের ১ শত ১৮ টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। যারমধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৮ জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৬২৯ জন। এবারে ঘোষিত ফলাফল অনুযায়ী মোট জিপিএ ৫ পেয়েছে ১হাজার ২০১ জন। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৫, মানবিক বিভাগে ২৮০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন রয়েছে।
Leave a Reply