বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানিয়েছেন, পাশের হার বরিশাল বোর্ডে আরও ভালো হতো, যদি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারতো।
তিনি আরও জানান, এ বছর বরিশাল বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১লাখ ১ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী। ফলাফলে ছেলেদের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন এবং মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করে।
অপরদিকে বরিশাল বোর্ডে পাসের হারে বরাবরের মতো এগিয়ে রয়েছে মেয়েরা। তাদের পাসের হার ৯১ দশমিক দুই পাঁচ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৮৯ দশমিক এক সাত শতাংশ।
এই বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ছয় চার শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক এক পাঁচ শতাংশ এবং মানবিক বিভাগে পাসর হার সর্বনিম্ন ৮৮ দশমিক সাত দুই শতাংশ।
Leave a Reply