মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বানারীপাড়ায় বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী সেতু রানী রায়কে নিজ বাড়ির প্রায় ১ কিলোমিটার অদূরে একটি পরিত্যক্ত বাড়ির আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের পশ্চিম সৈয়দকাঠি গ্রামের জ্ঞানেন্দ্র নাথ রায়ের পরিত্যক্ত বাড়ির একটি আম গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত সেতুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে কলেজ ছাত্রী সেতু রায়ের মামা সনজিৎ চন্দ্র মণ্ডল জানান, তার বোনের মেয়ে সেতু বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
সে প্রায়ই মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে কথা বলত। ঘটনার দিন বিকাল ৩ টার দিকে সে কারও কাছে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তারা জানতে পারেন বোন জামাতার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার অদূরে পশ্চিম সৈয়দকাঠি গ্রামের জ্ঞানেন্দ্র নাথ রায়ের একটি পরিত্যক্ত বাড়ির আম গাছের ডালের সঙ্গে সেতু গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় তারা ওই ঘটনাটি বানারীপাড়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজিৎ কুমার জানান, ওই ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিএম কলেজের মেধাবী ছাত্রীর বাড়ি থেকে ১ কিলোমিটার অদূরে তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। তাদের মতে ওই ছাত্রী তার নিজ বাড়িতে আত্মহত্যা না করে কেন ১ কিলোমিটার অদূরে একটি পরিত্যক্ত বাড়ির গাছের সাথে গলায় ওড়না ঁেপচিয়ে আত্মহননের মতো পথ বেঁচে নিবে। তবে সেতুর মামার ভাষ্যমতে প্রায়ই সে কার সাথে মুঠোফোনে কথা বলতো। আত্মহননের দিন কেনই’বা বাড়ির কাউকে কিছু না বলে সে ওই পরিত্যক্ত বাড়িতে গেলো এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
Leave a Reply