মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল-নেছারবাদ সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে একটি মালবোঝাই ট্রাক পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকটিসহ ব্রিজের অংশ খালের মাঝে পড়ে যায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী রিপন মোল্লা জানান, ১২ চাকার এই ট্রাকটি বালুবোঝাই করে বরিশালের দিক থেকে নেছারাবাদের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মাঝামাঝি স্থানে এসে পৌছালে ব্রিজটি বাঁকা হয়ে ভেঙে যায় এবং ট্রাকটি ব্রিজসহ খালের মাঝ বরাবর পড়ে যায়। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভাঙা ব্রিজের একটি অংশ দিয়ে ঝুকি নিয়ে মানুষজন পারাপার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার পর বরিশালের সাথে নেছারাবাদ ও বানারীপাড়ার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে বরিশাল-নেছারবাদ সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। পাশাপাশি বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
Leave a Reply