মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২১ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম।। বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড বাঘিয়ার পশুর হাট থেকে কামাল নামে এক ব্যাক্তিকে আটক করছে পুলিশ। বুধবার ( ২৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার সময় ওই ব্যাক্তিকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এস আই রায়হানুর রহমান।
আটককৃত কামাল ২ নং কাশিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির কেরামত আলী হাওলাদারের ছেলে। মামলা সুত্রে জানা যায়, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল ( অবঃ) জাহিদ ফারুক শামীম সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নে খাদ্যসামগ্রী একই ইউনিয়নের বুলুকে অসহায়দের মাঝে বিতরণ করতে বলা হয়। খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বুলু বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণ নিয়ে আসামিরা বিভিন্ন মন্তব্য করেন । মঙ্গলবার ( ৫মে) বুলু বাদি হয়ে তথ্য প্রযক্তি আইনে একটি মামলা দায়ের করেন যার নং ৩।
ওই মামলায় প্রথম আসামি একই এলাকার আলাদ্দীন হাওলাদারের পুত্র রায়হান হাওলাদার জামিনে রয়েছেন।এদিকে কামাল গা ডাকা দিয়ে থাকলেও পুলিশের চোঁখ ফাঁকি দিতে পারেননি।
নগীরর ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া পশুর হাট থেকে মঙ্গলবার বিকেলে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। এবিষয় এয়াপোর্ট থানার এস আই রায়হানুর রহমান বলেন, কামাল দীর্ঘদিন পালাতক ছিলেন, সে ওয়ারেন্টভুক্ত আসামি।
Leave a Reply